Gallery

অর্থ সহ আল্লাহর নাম সমূহ


[১] আল্লাহ্‌ — সর্ব উত্তম নাম ।

[২] আর রহিম — পরম দয়ালু ।

[৩] আর রহমান — পরম দয়াময় ।

[৪] আল জাব্বার — পরাক্রমশীল ।

[৫] আল আযিয — প্রবল ।

[৬] আল মুহায়মিন — রক্ষন ব্যবস্থাকারী ।

[৭] আল মুমিন — নিরাপত্তা বিধায়ক ।

[৮] আস সালাম — শান্তি বিধায়ক ।

[৯] আল কুদ্দুস — নিষ্কলুষ ।

[১০] আল মালিক — সর্বাধিকারী ।

[১১] আল ওয়াহহাব — মহাবদান্য ।

[১২] আল কাহহার — মহাপরাক্রান্ত ।

[১৩] আল গাফফার — মহাক্ষমাশীল ।

[১৪] আল মুসাওবির — রূপদানকারী ।

[১৫] আল বারী — উন্মেষকারী ।

[১৬] আল খালিক — সৃষ্টিকর্তা ।

[১৭] আল মুতাকাব্বির — অহংকারের ন্যায্য অধিকারী ।

[১৮] আর রাফি — উন্নয়নকারী ।

[১৯] আল খাফিদ — অবনমনকারী ।

[২০] আল বাসিত — সম্প্রসারণকারী ।

[২১] আল কাবিদ — সংকোচনকারী ।

[২২] আল আলীম — মহাজ্ঞানী ।

[২৩] আল ফাত্তাহ — মহাবিজয়ী ।

[২৪] আর রাজ্জাক — জীবিকাদাতা ।

[২৫] আল লাতীফ — সূক্ষ্ণ দক্ষতাসম্পন্ন ।

[২৬] আল আদল — ন্যায়নিষ্ঠ ।

[২৭] আল হাকাম — মিমাংসাকারী ।

[২৮] আল বাসির — সর্বদ্রষ্টা ।

[২৯] আস সামী — সর্বশ্রোতা ।

[৩০] আল মুযিল্ল — হতমানকারী ।

[৩১] আল মুইয্‌য — সম্মানদাতা ।

[৩২] আল কাবীর — বিরাট/ মহৎ ।

[৩৩] আল আলী — অত্যুচ্চ ।

[৩৪] আশ শকুর — গুণগ্রাহী ।

[৩৫] আল গাফুর — ক্ষমাশীল ।

[৩৬] আল আজীম — মহিমাময় ।

[৩৭] আল হালীম — সহিষ্ণু ।

[৩৮] আল খাবীর — সর্বজ্ঞ ।

[৩৯] আল মুজিব — প্রার্থনা গ্রহণকারী ।

[৪০] আর রাকীব — নিরীক্ষণকারী ।

[৪১] আল কারীম — মহামান্য ।

[৪২] আল হাসীব — মহা পরিক্ষক ।

[৪৩] আল মুকিত — আহার্যদাতা ।

[৪৪] আল হাফীজ — মহা রক্ষক।

[৪৫] আল হাক্‌ক — সত্য ।

[৪৬] আশ শাহীদ — প্রত্যক্ষকারী ।

[৪৭] আল বাঈছ — পুনরুথানকারী ।

[৪৮] আল মাজীদ — গৌরবময় ।

[৪৯] আল জালিল — প্রতাপশালী ।

[৫০] আল ওয়াদুদ — প্রেমময় ।

[৫১] আল হাকীম — বিচক্ষণ ।

[৫২] আল মুবদী — আদি স্রষ্টা ।

[৫৩] আল মুহসী — হিসাব গ্রহণকারী ।

[৫৪] আল হামীদ — প্রশংসিত ।

[৫৫] আল ওয়ালী — অভিভাবক ।

[৫৬] আল মাতীন — দৃঢ়তা সম্পন্ন ।

[৫৭] আল কাবী — শক্তিশালী ।

[৫৮] আল ওয়াকীল — তত্ত্বাবধায়ক ।

[৫৯] আল মাজিদ — মহান ।

[৬০] আল ওয়াজিদ — অবধারক ।

[৬১] আল কায়্যুম — স্বয়ং স্থিতিশীল ।

[৬২] আল হায়্যু — জীবিত ।

[৬৩] আল মুমীত — মরণদাতা ।

[৬৪] আল মুহয়ী — জীবনদাতা ।

[৬৫] আল মুঈদ — পুনঃসৃষ্টিকারী ।

[৬৬] আল আওয়াল — অনাদী ।

[৬৭] আল মুয়াখখির — পশ্চাদবর্ত্তীকারী ।

[৬৮] আল মুকাদ্দিম — অগ্রবর্ত্তীকারী ।

[৬৯] আল মুক্তাদির — প্রবল/ পরাক্রম ।

[৭০] আল কাদীর — শক্তিশালী ।

[৭১] আস সামাদ — অভাবমুক্ত ।

[৭২] আল ওয়াসি — সর্বব্যাপী ।

[৭৩] আল ওয়াহিদ — একক ।

[৭৪] আত তাওয়াব — তওবা গ্রহণকারী ।

[৭৫] আল বার্‌র — ন্যায়বান ।

[৭৬] আল মুতা’আলী — সুউচ্চ ।

[৭৭] আল ওয়ালী — কার্য্য নির্বাহক ।

[৭৮] আল বাতিন — গুপ্ত ।

[৭৯] আল জাহির — প্রকাশ্য ।

[৮০] আল আখির — অনন্ত ।

[৮১] আল মুকসিত — ন্যায়পরায়ণ ।

[৮২] যুল জালাল ওয়াল ইকরাম — মহিমান্বিত ও মাহাত্ম্যপূর্ণ ।

[৮৩] মালিকুল মুলক — রাজ্যের মালিক ।

[৮৪] আর রাউফ — কোমল হৃদয় ।

[৮৫] আল মুনতাকিম — প্রতিশোধ গ্রহণকারী ।

[৮৬] আল হাদী — পথ প্রদর্শক ।

[৮৭] আন নাফি — কল্যাণকর্তা ।

[৮৮] আদ দারর — (তাগুতের) অকল্যাণকর্তা ।

[৮৯] আল মানি — প্রতিরোধকারী ।

[৯০] আল মুগনি — অভাব মোচনকারী ।

[৯১] আল গানী — সম্পদশালী ।

[৯২] আল জামি — একত্রীকরণকারী ।

[৯৩] আস সাবুর — ধৈর্য্যশীল ।

[৯৪] আল রাশীদ — সত্যদর্শী ।

[৯৫] আল ওয়ারিছ — উত্তরাধিকারী ।

[৯৬] আল আফউ — ক্ষমাকারী ।

[৯৭] আল বাকী — চিরস্থায়ী ।

[৯৮] আল বাদী — অভিনব সৃষ্টিকারী ।

[৯৯] আন নূর — জ্যোতি ।

Leave a comment